Monday, October 14, 2024

এক নগ্ন বিসর্জন



গত কয়েকদিন শহর ঢলে পড়েছিল রাস্তায় ঠিক
তবু প্রতিবাদ থামে নি
মানুষের মুশকিল, মানুষের মায়া বরাবর অক্ষমতা
তবু প্রতিবাদ থামে নি,
উৎসবে ছিলাম, উৎসবেই আছি, উৎসবের আজ ৬৬ দিন
তবু তিলোত্তমার বিচার এখনও আসে নি। 
.
আমাদের মুখোমুখি আজ আমরা 
ভুলি নি,ছাড়বো না , সারা শহরে টাঙানো প্রতিবাদ 
WE WANT JUSTICE। 
.
অনুষ্টুপ,তনয়রা আজ রাস্তায়
রাস্তায় আজও আমরা,
আসলে সত্যি হলো ব্যথারাও সংযম বোঝে
তাই তনয়াদের নি:শ্বাসগুলো আজ আগুনে
এই গভীর নির্যাস থেকে ধুলোবালি ঘেঁটে
তাদের মৃত্যুমুখী প্রতিবাদে শহর রাত জাগুনে । 
.
জানি শরীরে আয়ুযোগ থেকে ব্যথারাও আজ দাপুটে 
হৃদয়ে প্রতিবাদ এলে কষ্টরাও বন্ধু 
কে যেন আজ বলছে এই সময়ের ঘরদোর থেকে
কে যেন চিৎকার করছে ভাঙাচোরা মন্ডপের থেকে
কে যেন জাগছে গলে যাওয়া দেবীর চালচিত্র থেকে
একটা ভাঙাচোরা রক্তমাখা মায়ের মুখ
এই সমাজের পাঁকে ডোবা নষ্ট কাঠামো থেকে
এক নগ্ন বিসর্জন
কারণ মেয়েটা আজও ফেরে নি । 
.
তাই উৎসবের আঙিনা থেকে বলছি
তাই অনুষ্টুপ,তনয়াদের পাশে দাঁড়িয়ে বলছি
তাই রাস্তায় দাঁড়ানো মানুষের মাঝখান থেকে বলছি
শুভ বিজয়ার কার্নিভাল থেকে বিজ্ঞাপন জারি থাকলেও
শুভ বিজয়া এখন বলবো না
             ব ল বো
  WE WANT JUSTICE। 
.
এক নগ্ন বিসর্জন
... ঋষি 



No comments:

Post a Comment

সময় এলে বোঝা যায় আয়নারা ও কত একা কাঁচের পারদের পিছনে মুহুর্তগুলো ছটফট করে গল্পগুলো বহু পুরাতন,      তবু ঘেঁটে যাই বারংবার আমি যখন গল্পের চরি...