Wednesday, October 30, 2024

গালাগাল

কাল রাতে নবারুণ স্যার স্বপ্নে এসে উদোম গালাগাল দিল 
বললো হতভাগা ,তুইও ?
গালাগালগুলো তোমার মুখেও অবিকল একইরকম শুনেছিলাম 
তাই ঘাবড়ায় নি মোটেও 
মানুষের অভ্যেসের দাস ,আমি  ঘুরে দাঁড়িয়ে বললাম 
স্যার আমি পুরুষ ,আমার পুরুষ কামান জাগাটা কি অপরাধ ?
তোমাকে বললাম শুধু অভিমান হয় 
কারণ তোমার চোখে আমি পুরুষ রয়ে গেলাম। 
তারপর মাঝরাতের কবিতায় আমার ঘুম উড়ে গেলো 
আমি কবিতা লিখতে চাইলাম ,শব্দরাও গালাগাল দিল। 
.
নবারুণ স্যার বললেন কি লিখছিস এসব এসব এতদিন ধরে  
কবিতা না ছাইপাশ ?
তোমার মুখেও শুনেছিলাম তার আগেই অবিকল একই রকম 
তাই ঘাবড়ায় নি মোটেও
আমি সটান নবারুণ স্যারের চোখের দিকে তাকিয়ে বললাম 
আমি খুব সাধারণ  ,আমি কবিতা লিখতে চাই নি 
লিখতে চেয়েছিলাম দেশ ,মানুষ ,সময় ,ভালোবাসা আর জীবন 
আমি কোনো জ্ঞানপীঠ পুরস্কার কিংবা আনন্দ পুরস্কার পেতে চাই নি 
পেতে চাই নি কবিতার মঞ্চ ,বিজ্ঞাপন 
আর তোমাকে বলার ছিল চলন্তিকা 
আমি ধর্ষণ করি নি
আমি শুধু ধর্ষিতার বিচার চেয়েছি বারংবার কবিতায়। 
.
তারপর কি হলো জানি না ,মাথাটা গেলো বিগড়ে 
আমি নবারুণ স্যারকে সটান প্রশ্ন করলাম 
আচ্ছা বলুন তো এত বড় কবি সব  ,সাহিত্যিক সকলে 
প্রতিটা মঞ্চে ,প্রতিটা বিজ্ঞাপণে ,বইমেলায়। একাডেমিতে এত দাপট তাদের 
তিলোত্তমার বলে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হলো 
 কিন্তু তারা কেউ প্রতিবাদ করলো না কেন ?
আমি তোমাকে প্রশ্ন করলাম আমি সত্যি না ওরা ?
নবারুণ স্যার আবার আমাকে  গালাগাল দিয়ে বললেন 
যারা চাটে তারা ইস্পাত লিখবে কি করে কবিতায় 
আর তুমি বললে তুই মিথ্যে তবে সত্যি শুধু আমার 
ভালোবাসতে চাই তোকে শুধু কবিতায়।  
.
গালাগাল 
... ঋষি

No comments:

Post a Comment

গালাগাল

কাল রাতে নবারুণ স্যার স্বপ্নে এসে উদোম গালাগাল দিল  বললো হতভাগা ,তুইও ? গালাগালগুলো তোমার মুখেও অবিকল একইরকম শুনেছিলাম  তাই ঘাবড়ায় নি মোটেও ...