Friday, February 12, 2016

সরস্বত্যৈ নমো নমঃ

সরস্বত্যৈ নমো নমঃ
.................. ঋষি
======================================================
কিছুক্ষণ আর কতক্ষণ
দুচার ফোঁটা জীবনের মলাটে সংস্করণ।
হাতে খড়ি
ফেলে আসা ঘড়ি।
সবটাই আছে মা বেঁচে সেই শুরু থেকে শেষ
শুধু এই সময় সর্বনেশে।

নমঃভদ্রকাল্যৈ। নমো নিত্যং  ,সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
বিপণন
পুরোটাই একটা বিপণন দাদা।
সকালের মায়ের অঞ্জলির ফুল এক লাফে বাজারের কুরুক্ষেত্রে
ফল সে তো আগুন যেন এটম বোমা।
আর যার জন্য এত কিছু
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
সেই বিদ্যা তো আজকাল বাজারে রেজাল্টের দামে পাওয়া যায়
স্নবারিটা জরুরী
বাকি সব মায়ের ভোগের খিচুরী।

কিছুক্ষণ আর কতক্ষণ
৩৬৫ দিনের একটা দিন যেদিন শুধু বিদ্যে পুজো।
 বিদ্যে শিকেয় থাক বস
বাঙালি ভ্যালানটাইন  দিবসে প্রেমের পুজো।
যেমনি হোক না কেন তবু বাঙালী
এ হলো আমার স্বরস্বতী পুজো। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...