Friday, February 12, 2016

সব সত্যি

সব সত্যি
................ ঋষি
==============================================
আজকাল কবিতারা কেন যেন  তুই হয়ে গেছিস
তোর  গলার তিল ছুঁয়ে চলন্তিকা।
একটা দিব্যি
বিশ্বাস কর কখন যেন তুই  কবিতার তুই হয়ে গেছিস।
তবু তুই ,,,,,,,,তুই থাক
তোর চোখের কাজলের ভিজে দৃষ্টি মৃগনয়নী।

আরো কাছে ক্লান্ত জীবন ছুঁয়ে
তোর  বুকের ভাঁজে আমার কবিতারা সব জীবন্ত ঘামের গন্ধে।
তোর  বাড়তে থাকা বয়সের অধিকারে
আমার কবিতারা সব সময়ে সামিল।
মনের চোখের কালি  ,যে কালিতে লেখা হয় মহাকাব্য
যন্ত্রণা কোনো কবির হৃদয়ে বাজতে থাকা বীন।
চোখে দুরবীন
বহুদূরে তুই ,হয়তো বা কাছে খুব চলন্তিকা।
নির্ভিক দৃষ্টিতে একটা কল্পনা
আমি আছি যন্ত্রণা।

আজকাল কবিতারা কখন যেন তুই হয়ে গেছিস
আগুনের সাথে সন্ধি করে নিভে যাওয়া মনের কথা।
সবটাই সেই কাঠবেড়ালির পেয়ারা খাওয়া
কাঠবেড়ালি ,কাঠবেড়ালি   পেয়ারা তুমি খাও।
তারপর সব সত্যি
সময়ের সামাজিক ভিতে চলন্তিকা কবিতা হয়ে গেছে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...