Thursday, February 25, 2016

চায়ের সাথে

চায়ের সাথে
............ ঋষি
=======================================

বিকেল গুলো কেমন যেন মেঘলা শহর
চায়ের ভাঁড়ে ঠোঁট ঠেকিয়ে দেখি পুড়ছে না কিছু।
কেমন একটা আনমনা ভাব
এক মেঘ জটলার ফাঁকে হঠাত উঁকি তোর মুখ।
তুই চা খাচ্ছিস ,,,খা
আমারও খাওয়া হবে।

এক জটিল অঙ্ক ,,,,জীবন
সাঁতরে নিয়ে গরম চায়ের প্যানে এক চামচ চিনি।
মিষ্টি ,,,,
,,,,,,,,,,,,,,,,,,বেশি হলো না তো।
আবার একটু দুধ দিবি ,,,আরেকটু দে
বাহ ,,,
,,,,,,, ঠিক তাই দারুন
তোর ঠোঁটে চা পুড়ছে,,,,বাড়ছে পারদে আগুন।

বিকেল গুলো কেমন যেন মেঘলা বাতাস
শীতল স্পর্শ এক রঙ্গা আদর চায়ের ভাঁড়ে।
কেমন যেন এক রং মজা
বৃষ্টির ভেজা ছাতায় আমার শহর তোর দরজায়।
তুই চা খাচ্ছিস ,,,খা
আমার তোকে পাওয়া হবে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...