Saturday, February 27, 2016

সময়ের কাঁঠাল পাকা

সময়ের কাঁঠাল পাকা
................. ঋষি
================================================
আয়নার বাইরে রাত নেই
তবু অন্ধকার,
নিজেকে কিছুতেই পাই না খুঁজে সহস্র কঠিন পাথরে।
কোপার নিকাসের  হিসেবনিকেশের নক্ষত্র প্রাচীন আবিষ্কারে  বাইরে
সবটাই অন্ধকার ,
এখন অবিষ্কার  কই  সবটাই ভীষণ  পরিচিত সবার কাছে।

কথা বলতে শেখা দুধের মুখও জানে
প্রেমিকাকে চুমু খাবার মানে।
টিভি পর্দার কন্ডমের সঙ্গমের অর্থ অজানা নয়
এই পৃথিবীর আলোতে সদ্য জন্মানো ফুলের।
শিখতে কোনো মানা নেই ঠিক
কিন্তু বয়সোচিত শেখাটা  সময়ের কাঁঠাল পাকা।
না হলে সবটাই মোবাইলে হাতের কাজ
করলে দুনিয়া মুঠ্ঠিমে।
আর না পাকা কাঁঠাল যে আদ আদ গলায় বলে
কাল রাতে বাবা মাকে আদর করছিল।

আয়নার বাইরে রাত
তবু নিজেকে চেনাটা দরকার নিজের কাছে,
সবটাই যদি রসায়ন  হয়ে যায় তবে পরিচির বয়সের ভেদ কোথাই।
বাবার শালে নিজের জুতো মোছাটা যাদের স্বভাব
তাদের কাছে আবিষ্কার বলে আর কিছু নেই,
সবটাই শেষ হয়ে  যাওয়া পথের  মৃত্যু । 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...