Tuesday, February 9, 2016

চিড়িয়াখানা

চিড়িয়াখানা
...................... ঋষি
===================================================
চলন্তিকা সময় থামে নি কোনদিন
তুমি রেল পথে হেঁটে চলে গেছো প্রত্যন্ত জঙ্গলের গভীরে।
সেখনে সভ্যতা নেই
আছে কিছু পরে থাকা কাটা ,হাত ,পা ,রক্তাক্ত মানুষ।
সেখানে জীবন নেই
শৈশবের পুরনো পোস্টারে ঠাকুমার ঝুলির মতন।

চলন্তিকা বস্তা খোঁড়া সভ্যতার
রেড লাইট এরিয়াতে বসে কি খুঁজে পাবে তুমি।
তাল তাল মাংসের মঞ্চে দাঁড়িয়ে নেতাদের চিত্কার
কোনো লাল রক্তে ভেসে যাওয়া পাজামার সাথে তফাৎ
বলাত্কার ,বলাত্কার ,,,আইনের চোখ।
দর্জাল কোনো রমনীর মতন ঝগড়া করবে সভ্যতা পক্ষে
আমরা প্যান্ট পরতে শিখে গেছি।
আমরা প্যান্ট পরে আছি
যতক্ষণ ,,ততক্ষণ
সভ্যতা সংযমে তৈরী হওয়া চিড়িয়াখানার নাম।

চলন্তিকা সময় বর্বরতা ছাড়িয়ে
এখন সেখানে দাঁড়িয়ে যেখানে শিক্ষা নামক বিপননে
রোল মডেল কোনো দেশজ বেশ্যা।
সিনেমার নুড সিনে বিছানা বদল সভ্যতা হ্যাপী আওয়ার
চলন্তিকা কেঁদো না হাজার ধর্ষণ স্বত্বেও তুমি মা হবে না
সভ্যতা দাঁড়িয়ে তোমার যোনি দরজায়।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...