Friday, February 26, 2016

সেই দুপুর

সেই দুপুর
............. ঋষি
==========================================
সেই দুপুরটা ফিরে আসে বারংবার
আমার শহরে কার্বনের ধোঁয়ায় ভিজতে থাকা নোনতা ঘামে।
চোখের ক্লান্তিতে এক মুঠো স্বপ্ন
সেই পথে চলে যাওয়া মুহুর্তদের ভিড়ে।
সিম্ফনি বাজে
বেঁচে থাকা গভীর আনন্দে।

এ কেমন আনন্দ
টেবিলের ওপারে ক্লান্ত ভেজা চোখের চাহুনি।
নিস্তব্ধতায় ,ফিসফিস করে বলে চলে বারংবার
আমি আছি ,,,,, .।
চিত্কার করে বারংবার আমি আছি ।
আর তারপরেই আবার চুপচাপ ,,পিন ড্রপ সাইলেন্ট
থিয়েটারের শেষ চেয়ারটা ছেড়ে চলে যায় ।
দর্শক চোখের পাতায়
টুপ করে
এক ফোঁটা জল ।

সেই দুপুরটা ফিরে আসতে চায়
যখনতখন রাস্তার রেস্তোরায় এক কাপ চা ।
হাতের আঙ্গুল ছুঁয়ে স্পর্শদের দের আবদার যখন তখন
আরো গভীরতা চায় ।
ঝিম ধরা শহরের দুপুরে
বাড়তে থাকা কার্বনডাই জীবনের পর্যায় । 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...