Thursday, February 25, 2016

অসময়

অসময়
............. ঋষি
==============================================
প্রচুর বার ডেকেছি তোকে
দরজার ভিতরে আটকানো সভ্যতার খিলে।
বারংবার হাত রেখেছি  ঈশ্বরের নীলচে টুপিতে
টুপি বদল ঈশ্বর ,,সভ্যতার নামে
এক আতঙ্ক বৃষ্টি।

এমন করে সভ্যতা লেখা যায় না নগ্ন বুকে
পোশাকি আমেজে পা টিপে হাঁটতে থাকা বিড়ালের ভয়।
এক বুকে জঙ্গল
আর সভ্যতায় দাবানল
তবু বাঁচছে হৃদয়ের বিষ ফোঁড়াতে সময়ের বিষ।
তবু হাসছে মানুষ জোকারের মত
পথ চলা খানাখন্দ পেড়িয়ে বাড়ি ফেরা প্রতি রাতে।
এ কোনো আবাহন নয় ,,নয় কোনো আহরণ
এ হলো বিসর্জন
এ হলো দিন আনতে পান্তা ফোরানো ইতিকথা।
তবু দুঃখ থাকতো না
যদি শান্ত লক্ষী শান্ত হয়ে বাস করতো মানুষের মনে।

প্রচুর বার বলেছি ,আবারও বলবো
রক্তের কালিতে লিখব দমবন্ধ সভ্যতার ইতিহাস।
জানি না ইতিহাস বদলে কিনা
বদল আছে কিনা ধ্বংসের
তবু কেন জানি মনে হয় এই সভ্যতা অসময়।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...