তোমার জন্য
,,,,,,ঋষি
------------------------------------
কথা দিয়েছি
তোমার কবিতায় লিখে দেবো এক আরব্য রজনী।
কথা দিয়েছি
তোমার একটা চুমুর জন্য অপেক্ষা করবো একটা জীবন।
কথা দিয়েছি
সময়ের সাথে পাঞ্জা লড়ে মুক্তির কবিতায় তোমায় লিখে দেবো।
.
তোমার অবয়বে অজস্র মুক্তি
দরজার ওপাড়ে পৃথিবী দাঁড়িয়ে হাতছানি দেয়।
আর এপাড়ে
সদ্য জন্মানো সকালে মুক্তিরা আলোর মত ঝড়তে থাকে।
আলতামিরার গুহা থেকে, স্প্যানিশ গীটারের যে আবিষ্কার
সব তোমারি জন্য জন্ম নিতে থাকে।
তোমার জন্য শহরের ফুটপাথে হকারের ভীড়,চিল চিৎকার
তোমার জন্য অন্ধকার শহরে মন খারাপ,আর রোজগার।
,
জানি কেউ
কথা রাখে না,শুধু কথারা সময়ের ভাঁজে মনের ডাইরী।
জানি কেউ
একা থাকে না,কিন্তু তোমায় ছাড়া একা থাকাটা মনের দোষ।
জানি কেউ
কিন্তু মানি না,তুমি আমাকে ছাড়া বাঁচতে পারো।
Sunday, April 15, 2018
তোমার জন্য(১১)
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment