Thursday, April 19, 2018

কথা হবে

কথা হবে
,,,,,,,,,,,,,,ঋষি
...........................................................................
এই শেষ নয়, কথা হবে আবার
সে বৃষ্টি আসুক কি না আসুক কি এসে যায়।
চিঠির গল্পগুলো অনেক পুরনো,আজকাল মুঠোফোন
সে যেমনি হোক, কথা হয়েছে সুযোগ পেলে আরো হবে।
কি এসে যায় সে কি মাধ্যম
বৃষ্টি হলে ভালো,যদি না হয় তবু কথা হবে।
,
এই শেষ নয়,বারংবার
মন চাইলেই কথা হবে,সে রাত হোক কিংবা সকাল।
সময়কে অবুঝ থাকতে শুনেছি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,আরো বড় অবুঝ হৃদয়।
সে ডাকছে, সে ডাকবে তোমার নাম ধরে
জানি আরও রাত জাগা,বুকের পাটাতনে অনন্ত তুমি
মন নিয়ে কথা হবে, কথা হবে সারা রাত।
আমি তোমার শহর জুড়ে তোমার নাম নিয়ে হাঁটবো
নিয়ন আলো আঁধারে চুপিচুপি কানেকানে ফিসফিস।
জানি ভেসে যাবে সমুদ্র স্রোত,হৃদয়ের ক্যানভাসে
চুপ,,,,,,,,,,,,,,রঙিন আলো।
,
এই শেষ নয়,কথা হবে আবার
সে তুমি চাও কি না চাও,অবুঝ বৃষ্টি হোক কি না হোক।
কি এসে যায়,যদি মেঘলা আকাশ রোদ এসে ঢেকে দেয়
হৃদয় যে কথা শোনে না,সে যে স্বাধীন পাখি।
উড়ে বেড়ায়,ভেসে বেড়ায়
আনমনে তোমার সাথে কথা বলে বারংবার।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...