Monday, April 23, 2018

অন্তরদহন

অন্তরদহন
...ঋষি
......................................................

বিউটি লাইস ইন দা আইস অফ বিহোল্ডার
কবিতা নয়।
সত্যি এই হলো নারী
তবু অন্তর দ্রষ্টা বলে কবিদের দুর্নাম নিরন্তর ও সত্য।
কবিতা সত্যদ্রষ্টা
সুন্দরীদের জয় হোক, লাম্পট্যের জয় হোক।
,
অবশেষে সে অপরূপা নারী পিছল চোখে তাকালো
তাম্রযুগের মতো রঙ-এ হেসে বললো "বেশ তো"।
ট্রাফিক জেব্রা ক্রসিং-এ হলুদ, লাল ছাড়িয়ে
হালকা বেগুনিসম ল্যাভেন্ডার রঙ।
স্যিগনাল ক্লিন
সব সংকেত শেষ হলে মারাত্নক গণিতের সলভের পর
খুলে দেখা মানুষের মাংসের লোভ।
আসলে এটা একটা পিচ্ছিল চলাচল গাথা
বিরল শুক্রাণু যেখানে কবিতা লেখে গাত্রদহনে।
কবিতা তবে এমনি হয়
হে সময়, মিডিয়ায় থাকা কবিতারা এমনি
শুধুই শারিরীক।
,
বিউটি লাইজ ইন দি আই অব বীয়ারহোল্ডার
এটা সত্য এবং কবিতা।
কবির লাম্পট্য, কবির সৃষ্টি শুধু কবিতায় বিলীন
মনে হয় নারী ছাড়া কবিতা সভ্যতার মত ব্রাত্য।
কবিতা সত্যদ্রষ্টা, কল্পনায় চলন্তিকা জীবিত থাক
কিন্তু এই সব নোংরামি বাদে শুধু অন্তরদৃষ্টিতে।

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...