প্রাক্তন(৩)
,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,
খোয়া গেছে অনেকগুলো বছর
খোয়া গেছে সময়ের দ্যুতিতে পুড়ে চলা অগুনতি সুখ।
খোয়া গেছে খোয়ায়ের তীরে রবিঠাকুরের গানের সুর
“আমি চিনি গো চিনি তোমারে” সেই রুপকথা।
খোয়া গেছে চলন্তিকা আমাদের জীবনের শেষ ষোল বছর
খোয়া গেছে পাশাপাশি ঝড়বাদলের দিনে একমুঠো সুখ।
,
কেমন আছো চলন্তিকা?
জানো তো গভীর রাতে আজও শহর নিয়ন আলোতে ভেজে।
শহরের ফুটপাথ ঘেঁষা সেই মায়াবী পথ
আজও হাতছানি দেয় পাশাপাশি হাঁটায়।
তুমি সাথে থাকো আমার বৃষ্টি বেলায়
জেগে থাকো সারারাত মুঠো ভরা ছোট ছোট কথায়।
শহরের দিনযাপনে তোমার আলো স্মৃতিগুলো মিশে থাকে
নিয়নের বুঁদ হওয়া হেয়ালিপনায়।
,
কি করছো চলন্তিকা?
জানো তো পাখিদের কিচিরমিচির আগের মতো ঘুম ভাঙায় শহরের,
আগের মতো শহরের ফুটপাথে হকারের চিৎকার।
শুধু আমার ঘুম ভাঙা চোখে লেগে থাকেনা তোমার চোখ
কেউ আর বাজার যাবার জন্য তাড়া দেয় না আমায়।
শুধু দেওয়ালে টাঙানো ফোটোফ্রেমগুলো বড় জ্বালায়
জ্বালায় তোমার গন্ধ সারা ঘর জুড়ে
শুধু তোমার স্মৃতি আর আমার দিনযাপন।
,
খোয়া গেছে শেষ ষোল বছর
অগুনতি তুমি আমার পাশে ছিলে কিন্তু কাছে না।
কি এসে যায় চলন্তিকা?
স্মৃতিদের কাছে মানুষ চিরকাল অসহায়।
জানি আমি প্রাক্তন
কিন্তু চলন্তিকা আমাদের বিয়েটা মোটেও ভালোবাসাহীন ছিল না।
Thursday, April 26, 2018
প্রাক্তন(৩)
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment