কাগজের এরোপ্লেন
,,,,,ঋষি
...................................................................
আমার আঙুলের লোভ
লাঙলের ফলায় অনাবাসী পৃথিবী,,হয়তো যাযাবর আমি
কিংবা জংলী।
সমাজ শব্দতা বিশ্লেষনে হাসি পায়,কষ্ট হয়
নিজের ভিতর খুঁজে পাওয়া সেই শৈশবের শব্দ
গুঁড়িয়ে দেওয়া বুলডোজারের শব্দ,,,,, সে কি সমাজের।
,
বুলেটপ্রুফ জ্যাকেট
চলন্তিকা তুমি বলো কষ্ট সকলের থাকে কম বেশি
শুধু আনন্দে মন ভরে না।
তবে বলো কেন আমার কান্না পায় বৃষ্টি হলে?
কেন সকালের আলো আমার বুকে ঢুকে অন্ধকার হয়ে যায়,
সবচেয়ে বড় আজ অবধি বুঝি নি কেন যে সকাল হয়।
স্কেলিটনের রোগ
কেন আমি পারি না ঈশ্বর হতে, কেন পারি না সাধারন হতে
কেন আজও আঙুল খোঁজে শৈশবের হাত।
,
কেন নির্বোধ প্রাচীন ঘড়িটা কখনও দাঁড়ায় না
কেন নড়বড়ে জং ধরা পেন্ডুলাম...
সচল আমি,,, কিন্তু ভাবনায় অসামাজিক।
সমাজ শব্দটা আসলে চলতে থাকা ঘড়ির কাঁটা
কিংবা অভ্যেস
শুধু হাওয়ায় গা ভাসানো কাগজের এরোপ্লেন।
Friday, April 20, 2018
কাগজের এরোপ্লেন
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment