অন্য আকাশ
,,,,,,ঋষি
.................................................................
তোমাকে ভাবতে শিখেছিলাম কোন গভীর আকাশে
তোমার কাজল টানা চোখে তখনও সদ্য কিশোরী।
গুটি ভাঙা প্রজাপতী যেমন ডানা মেলে
ফুলের স্পন্দনে তখন তোমার তিরতির চোখ।
গল্পগুলো শুধু ভুমিকায় টগবগে পক্ষিরাজ
কিন্তু তারপর ভুমিকা বদলায় সিম্ফনিতে অন্য সুর।
,
এখন অন্ধকার একলা রাতে মনের দরজা খুলে যায়
রাতের রেলগাড়ীর একলা দাঁড়িয়ে ঠিকানাহীন।
প্রত্যহ জীবন থেকে উঠে আসা হাজারো প্রশ্ন
খঁজে ফেরা না জানা ঠিকানায় তোমার শহরের দরজা।
অচেনা রাস্তায় জীবন খূঁজতে গিয়ে হাঁপাতে হয়
কিন্তু জীবনবাবু জানে এইভাবে ফিরে আসা যায় না।
কতটুকু পেয়েছো কতটা হারিয়েছো তুমি?
প্রেম বোধহয় অচেনা ঠিকানা কোন।
,
তোমাকে ভাবতে শিখেছিলাম কোন গভীর আকাশে
আমি তখন বোধহয় তোমাতে প্রথম স্বপ্নে।
আচ্ছা প্রেমের কি তবে প্রথম আর শেষ থাকে?
জানি না,কিন্তু আজও চলন্তিকা তোমাকে স্বপ্ন মনে হয়।
মনে হয় তুমি খোলা গভীর নীল আকাশে কোন পাখি
আর আমি অচেনা কোন অন্য আকাশ।
Monday, April 23, 2018
অন্য আকাশ
Subscribe to:
Post Comments (Atom)
তোমাকে চাই
তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
No comments:
Post a Comment