Monday, April 23, 2018

অন্য আকাশ

অন্য আকাশ
,,,,,,ঋষি
.................................................................
তোমাকে ভাবতে শিখেছিলাম কোন গভীর আকাশে
তোমার কাজল টানা চোখে তখনও সদ্য কিশোরী।
গুটি ভাঙা প্রজাপতী যেমন ডানা মেলে
ফুলের স্পন্দনে তখন তোমার তিরতির চোখ।
গল্পগুলো  শুধু ভুমিকায় টগবগে পক্ষিরাজ
কিন্তু তারপর ভুমিকা বদলায় সিম্ফনিতে অন্য সুর।
,
এখন অন্ধকার একলা রাতে মনের দরজা খুলে যায়
রাতের রেলগাড়ীর একলা দাঁড়িয়ে ঠিকানাহীন।
প্রত্যহ জীবন থেকে উঠে আসা হাজারো প্রশ্ন
খঁজে ফেরা না জানা ঠিকানায় তোমার শহরের দরজা।
অচেনা রাস্তায়  জীবন খূঁজতে গিয়ে হাঁপাতে হয়
কিন্তু জীবনবাবু জানে এইভাবে ফিরে আসা যায় না।
কতটুকু পেয়েছো কতটা হারিয়েছো তুমি?
প্রেম বোধহয় অচেনা ঠিকানা কোন।
,
তোমাকে ভাবতে শিখেছিলাম কোন গভীর আকাশে
আমি তখন বোধহয় তোমাতে প্রথম স্বপ্নে।
আচ্ছা প্রেমের কি তবে প্রথম আর শেষ থাকে?
জানি না,কিন্তু আজও চলন্তিকা তোমাকে স্বপ্ন মনে হয়।
মনে হয় তুমি খোলা গভীর নীল আকাশে কোন পাখি
আর আমি অচেনা কোন অন্য আকাশ।

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...