Thursday, June 1, 2023

সতী


 শরীর আর সহানুভূতি 

আঙ্গিক ঘষা মাজাতে সময় শুধু সতীদের খোঁজে 

কিন্তু অবগহনের মুহূর্তে কোনো বেশ্যার শরীরে সমাজ শান্তি খোঁজে ,

এ যেন এক উচ্চারণ 

হিসেবের বাইরে সাদা পোশাকের দ্বন্দে 

সামাজিক নির্বাসিত ঋতুস্রাব । 

.

আগুন লাগা নষ্ট মেয়ে 

সামাজিক প্রফিটের খাতায় ব্যবসায়ী গদিতে পানের পিক 

মুখগুলো মনে পরে চলন্তিকা,

ভীষণ দৈন্যতায় আমি গিয়ে দাঁড়াই সমাজের মুখোমুখি

তফাৎ খুঁজি বাঁচতে চাওয়া আর বঞ্চিত থাকার 

ভীষণ নিরাপত্তায় আমি গিয়ে দাঁড়াই বিষাক্ততায় 

তফাৎ খুঁজি নষ্ট আর নষ্টামির।

নষ্ট সময় জিতে যায় বারংবার 

সামাজিক প্রকাশগুলো চিরকাল ছবি তোলে  বাঈজীপাড়ায় ,

সতীরা সামাজিক মূর্তিতে দুধ ঢেলে ঈশ্বরী 

আর আর যাদের বুক দুধ শুকিয়েছে 

তারাই তো সামাজিক ডাইনি

তাইনা চলন্তিকা........

..

সতী  

০০০০০০ ঋষি 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...