Tuesday, June 20, 2023

বাসস্ট্যান্ড



বাস ,রিকশা ,অটো ,উবের 

একের পর এক ,ক্রমাগত ,অনবরত 

একটা উপলব্ধি 

একটা বাসস্ট্যান নীরবতা জীবনে  ,ভীষণ দরকারী 

তারপর প্রতিবারই খালি। 

.

হাতের ঠান্ডা বালিটুকু প্রতিমুহূর্ত জানান দেয় শীতল সম্পর্কের 

সব মানুষের ঘরবাড়ি 

দূরে কোথাও ,দূরে দূরে।  

পায়ের নিচের হাঁটু জল ক্রমশ গলা ছাড়িয়ে নাকে 

তারপর নিশ্বাসে  

তারপর বিশ্বাসে  

সমস্ত হত্যার দায় শুধু আরোহীর 

তাই কি ?

তবুও একটা বাসস্ট্যান্ড নীরবতা জীবনে।

.

 বাসস্ট্যান্ড 

... ঋষি 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...