Tuesday, June 13, 2023

কবিতা থেকে মানুষ


 কবিতা থেকে মানুষ 
... ঋষি 
.
রাম ,রহিম ,আল্লা 
ক্রিম কেক ,হট কেক ,ব্রাউনি ,বাপুজি কেক 
মাছের ঝোল ,মাংসের ঝোল ,পটলের ঝোল ,আলুপোস্ত ,থোড়বড়ি 
সব আছে 
আগুনের আলিঙ্গনে রোজকার দিনবদল 
স্বামী স্ত্রী ,মা ,বাবা ,সন্তান ,কাকা ,মামা ,মামী সব আছে 
সবার আছে 
তবুও মাঝে মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে তোমার কথা ভাবি 
ভাবি এসব যদি না থাকতো 
শুধু আর শুধু মাত্র যদি তুমি থাকতে। 
.
কবিতার পাতার শব্দরা দিনবদলের প্রতিশ্রুতি নিয়ে 
সময় বদলাতে চায় 
বদলে ফেলতে চায় মানুষের গভীরে হানা দেওয়া অপারকতাকে,
সকলেই কবি হতে চায় 
হতে চায় অনর্গল কোনো কবিতার কল্পনায় পাগল ,
কিন্তু সত্যি কজন কবি বলোতো ?
কজন পারে বলোতো সময়ের বিরোধিতায় কবিতা লিখতে 
লিখে ফেলতে মানুষ 
লিখে ফেলতে মানুষের ঘরবাড়ি ,সমুদ্র ,সঙ্গম ,বোধ ,অহর্নিশ সত্যিটাকে 
কজন পারে নিয়মের বিছানার বাইরে একটা স্বপ্নের ঘুম দিতে 
আর বলতে 
আমি কবিতা লিখি নিজের জন্য না 
সময় ,মানুষ,সত্যি আর প্রতিবাদকে বাঁচাতে 
তোমায় বাঁচাতে কিংবা নিজেকে।     

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...