Saturday, June 10, 2023

সাম্রাজ্যবাদ

 সাম্রাজ্যবাদ 

... ঋষি 


সেই গল্পটা লেখা বাকি রয়ে গেলো 

এক যে ছিলরাজা আর ছিল এক রানী 

সেই জীবনটা বাঁচা বাকি রয়ে গেলো 

আর ছিল তার হাতিশালে হাতি ,আস্তাবলে ঘোড়া 

এক রাজার মৃত্যু হলো 

সময় লিখলো এক সাম্রাজ্য অনবরত রক্তক্ষরণে। 

.

কে বুঝলো ?

কি বুঝলো ?

মানুষের ঘর বড্ড সময় নির্ভর ,

আমি দক্ষিণের জানলা খুলে দিলাম 

সামনে বিশাল সাগর ,সাগরের ছোট ছোট নৌকো যেন স্বপ্ন 

দূরে লাইটহাউস 

একটা বাস্তব যেন কবিতার পাতায় জীবন বিক্রি করছে। 

.

সেই গল্পটা আমাদের ছিল না 

কলমের নিবে রক্তফোঁটা অসময়ের বৃষ্টির মতো আমাকে ভাসালো ,

সেই গল্পটার একটা সাম্রাজ্য ছিল এক  ভীতু রাজার 

সেই গল্পটার সাম্রাজ্যে কোনো আগুন ছিল না 

সকলেই ছিল তৃণভোজী ,

হঠাৎ এক আগুন ছুটে এলো দক্ষিণের জানলা দিয়ে 

আছড়ে পড়লো সারা কবিতার খাতায় 

সাম্রাজ্য ধ্বংস হলো 

রাজার মৃত্যু হলো 

আর কবি লিখলেন সময়ের থেকে বড় সাম্রাজ্যবাদী কেউ না

আর সময়ের থেকে মিথ্যে কেউ না। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...