Thursday, June 29, 2023

ভগ্নস্তূপ

 ভগ্নস্তূপ 

... ঋষি 


তোমার কষ্টের উপর হাত রাখতেই 

ব্রায়ের স্ট্র্যাপ ছিঁড়ে আমার হাতে উঠে এলো মাতৃত্বের মুখ ,

ক্রমশ আমার ছোপ ছোপ অধিকারবোধ 

আগুনের উপর ঘি ছিটিয়ে ছড়িয়ে রাখা একলা শহর,

ময়লা হলো ,হলো ঘিঞ্জির  বস্তির কুপির আলোতে ভেজা 

মৃত নিশ্বাস। 

.

আমার অনুভবে ফুটে উঠলো 

আমি একধারে প্রেমিক এবং খুনি এক স্বার্থ 

যার হাতে হঠাৎ কুড়িয়ে পাওয়া মীরজাফরের ছুরি, 

অনবরত রক্তের ছোপগুলো 

যৌনদশার নিদর্শন হয়ে  ফুটে উঠলো প্রাচীন হরপ্পার গায়ে 

যাকে আমরা আবিস্কার করলাম ভগ্নস্তূপে ,

গৌতম বুদ্ধ হঠাৎ নিরুদ্দেশ হয়ে বলে গেলেন 

মধ্যে পথ

আমরা অথচ দিকশূন্য পথচারী । 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...