Saturday, June 24, 2023

পাথর হয়ে যাবো


 যদি যেতে হয় যাবো 

কিন্তু বিশ্বাস করো একা যাবো না 

গীতবিতানের পাতা ছিঁড়ে কবিতার শব্দে মানবিকতায়

নিশ্চয় যাবো ,

আমার কোনো ঈশ্বর নেই তুমি ছাড়া 

সময় বদলাবে 

নেশাখোর ঝিঁমমারা কবিতার শব্দে সব ফেলে যাবে  

অবশিষ্ট পরে থাকবে  পাথর 

তবে নিশ্চয় আমি পাথর হয়ে যাবো। 


                                                             ... ঋষি 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...