Friday, June 9, 2023

জানি বৃষ্টি আসে


 জানি বৃষ্টি আসে 

... ঋষি 


একটা বৃষ্টি মশগুল সন্ধ্যায় 

যখন সময় হেঁটে চলে ছাতার আড়ালে বৃষ্টির জল বাঁচিয়ে 

তখন আমরাও কি ভিজছি না ?

সত্যি কি আমরা গিয়ে দাঁড়াচ্ছি না প্রত্যেকে সেই বাড়িটার সামনে 

কিংবা বড়ো রাস্তাটার চৌরাস্তার মোড়ে 

কিংবা সেই চায়ের দোকানে ,সেই কফি শপে ,সেই স্মৃতিগুলোতে  

যেখান থেকে স্বপ্ন দেখা যায় ,যেখান থেকে ভালো থাকা যায়। 

.

অদ্ভুত এক নীরবতার মধ্যে দিয়ে হাঁটছি আমরা প্রত্যেকে  

অদ্ভুত এক আগুনের ঘরে বাস আমাদের ,

নিয়ম ,জীবন ,বিভিন্নতা 

সব ঋতুকালীন ইতিহাসের এক একটা চ্যাপ্টার, 

অথচ বইয়ের প্রথম পাতায় লিখে রেখেছি আমরা প্রত্যেকে 

আমাদের  প্রিয় নাম। 

.

সব কিছু একলা হয়ে গেলে ,প্রখর রৌদ্রের পরে 

পরম তৃষ্ণায় 

জানি বৃষ্টি আসে ,

বৃষ্টির জল সকল সামাজিক মানুষের ভীষণ প্রিয় 

কারণ সেখান থেকে কষ্টগুলো আর চোখে আসে না। 

শুধু বৃষ্টিতে ভেজাটুকু থাকে 

শুধু স্মৃতিটুকু থাকে  ,

ভালো থাকতে চাওয়ার সবুজ পাতাগুলোতে তখন আনছান

ভালো রাখতে চাওয়ার মজবুত ইশারায় তখন ভিজে মাটি 

একটা সবুজ গাছ আসলে সকলের ভিতরেই বাঁচতে চায় 

কিন্তু আমরা সকলেই বড় নির্ভরশীল 

তাই ভিতরের গাছটা শুকিয়ে যায়

মরে  যায় ,জীবন শব্দটার অবহেলায় ।  

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...