প্রসব যন্ত্রণার পর আমি হয়ে উঠলাম মায়ের প্রিয় কবিতা
সত্যি তো মা যে পৃথিবীর শ্রেষ্ঠ কবি
দশ মাস দশ দিন ধরে একটা কবিতা লিখে চলে
বাড়িয়ে দেয় পৃথিবীর আয়ু ,
তাই কবিতার সুরবাদ হলো
আর তারপর আমি ইভের প্রেমে প্রথম কবি ,প্রেমিক ও খুনি।
*
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
No comments:
Post a Comment