Friday, July 21, 2023

হঠাৎ বৃষ্টি

হঠাৎ বৃষ্টি 
..ঋষি 

শেষ বাস চলে গেছে
সময়ের পরিযায়ী যারা তারা সব ঘরে ফিরে গেছে
বুকের ভিতরে নিকোটিনে জমা রোগ 
জমা আফশোস  
বৃষ্টির বাড়ন্ত জল নদী ছাপিয়ে চোখের রেটিনায়
শহর ভাসাচ্ছে। 
.
শস্যের মাঠ, ধানক্ষেতে রোদ্র
কথা দিয়েছিল সাজানো মেহফিলে অজস্র বৃষ্টিরা 
সব কি শুধু  মিথ্যা?
শুধু কিছু দোষারোপ,
ঢাল, তলোয়ারে সাজানো কথারা বাড়ি ফিরছে 
তবুও খবরে বলছে আগামী চব্বিশ ঘন্টায় তুমুল বৃষ্টির আশংকা। 
.
শেষ বাস চলে গেছে
তবুও শহরের বাসঘুমটিতে নেষাতুর কিছু মুসাফির,
চা,সিগারেট, টুকিটাকি খাবারের দোকান বন্ধ হচ্ছে ক্রমশ
আমিও আছি হাজারো মাঝে
হঠাৎ বৃষ্টি নামবে, 
কথারা আবারও ফুটপাথে প্লাস্টিকের শব্দে জানান দেবে
জানান দেবে শহরের রাস্তায় জল
জীবনের দুর্যোগ, অপেক্ষারত মুসাফির সকলেই অস্থায়ী 
শুধু বৃষ্টিফোঁটা কথা বলবে এখন। 

.



No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...