Friday, July 14, 2023

উন্মাদ

 উন্মাদ 

... ঋষি 


বিমূর্ত এক সময়  তোমার গোপনে  ডুবে ছিলো শীত

গভীর উষ্ণতার খোঁজ আমার পাগলাটে চাহুনিতে 

তবে সেটা শরীর ছিল না কোনোদিন ,

আমার আজও বিশ্বাস হয় না তোমার একটা শরীর থাকতে পারে 

থাকতে পারে 

শুধু বরফে ঢাকা সময়ের উপর উন্মাদ প্রেম 

ঘর্ণিঝড় হয়ে আছড়ে পড়েছিল শহরে। 

.

সেদিন একটা খাঁচার ভিতর তোমাকে ভেবে ছবি এঁকেছিল 

আজ কারণ খুঁজে পাই 

ঈশ্বরের মৃত দেহ কেউ কখনো দেখেছে কোনোদিন 

আমি তোমাকে উষ্ণ গভীরতা ছুঁয়েছিল 

আজ সেখানে ঈশ্বরের মৃতদেহ। 


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...