Friday, July 14, 2023

উন্মাদ

 উন্মাদ 

... ঋষি 


বিমূর্ত এক সময়  তোমার গোপনে  ডুবে ছিলো শীত

গভীর উষ্ণতার খোঁজ আমার পাগলাটে চাহুনিতে 

তবে সেটা শরীর ছিল না কোনোদিন ,

আমার আজও বিশ্বাস হয় না তোমার একটা শরীর থাকতে পারে 

থাকতে পারে 

শুধু বরফে ঢাকা সময়ের উপর উন্মাদ প্রেম 

ঘর্ণিঝড় হয়ে আছড়ে পড়েছিল শহরে। 

.

সেদিন একটা খাঁচার ভিতর তোমাকে ভেবে ছবি এঁকেছিল 

আজ কারণ খুঁজে পাই 

ঈশ্বরের মৃত দেহ কেউ কখনো দেখেছে কোনোদিন 

আমি তোমাকে উষ্ণ গভীরতা ছুঁয়েছিল 

আজ সেখানে ঈশ্বরের মৃতদেহ। 


No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...