Thursday, July 6, 2023

গণপ্রতিনিধি

 গণপ্রতিনিধি 

... ঋষি 

.

আমরা যারা চোখের জলের নীরবতাকে বুঝি না 

তাদের কবিতা লেখার কি অধিকার ,

জলে কুমির  ও ডাঙায় পাখি ,চেতনার বিন্যাস 

হঠাৎ ঝিলের মাঝে আটকে যায় চোখ

একলা চান করা সেই মহিলাকে আমার কবিতা মনে হয় 

আমি ভ্রষ্ট কবি নির্বিঘ্নে অনুভুতি চাষ করি মাছেদের চোখে। 

.

দয়া করে আবহাওয়া দপ্তরের খবর শুনবেন না 

সামনে পঞ্চায়েত ভোট 

গণ প্রতিনিধি নয় ,বরং চাপে-বাপে বেছে নেবেন কোন কুলুষিত রক্তকে 

আসলে অকশন আর অবশনে বোধহয় আমাদের অভ্যস্ত হতে হয়। 

বুদ্ধিজীবীরা ,সৃষ্টিশীলরা দরজা বন্ধ করে বসুন 

প্রতিবাদ ,প্রতিরোধ একদম নয় বরং জন্মানো নিয়ন্ত্রণ করুন 

ধর্ষণ করুন 

লাইন লাগান ওষুধের দোকানে

কারণ আগামী প্রজন্মকে আমরা সত্যি বলার স্বাধীনতা দিতে পারবো না। 

আর আমরা যারা চোখের জলের নীরবতাকে বুঝি না 

তারা বেরসিক মিথ্যেবাদী কবি 

আমাদের  প্রেমিক হবার যোগ্যতা কই ?


No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...