Sunday, July 30, 2023

ভালোবাসা

 ভালোবাসা 

... ঋষি 

.

ভালোবাসা  এমনই এক ফুলগাছ

মরে গেলেও সুগন্ধ  ছড়ায়  স্মৃতির অলিতে গলিতে ,

মৃত ভালোবাসার প্রতিটা রং সকলেই সাদা ভাবলেও 

আসলে তা নয় 

ভালোবাসার মতো তার মৃত্যুর রংও লাল চিরকাল 

আসলে ভালোবাসা ,জন্ম ,মৃত্যু সব পরস্পর আত্মজ।  

.

ভালোবাসার মৃত্যু ঘটলে মানুষ কাঁদে 

মনে মনে ভাবে  বুকের ভেতর দুঃখের বরফ গলে ভেসে যাবে পৃথিবী,

অথচ প্রেমিক স্বপ্ন দেখতে ভোলে না 

ভোলে না আগামীর সময়ের জন্য অধিকার ,

"এ বিশ্বকে এ ভালোবাসার বাসযোগ্য ক’রে যাব আমি

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"

.

প্রেমিকার ঠোঁটেই প্রেমিক পায় বিশ্বজয়ের নেশা 

ভালোবাসা মানে শুধু গৌতমবুদ্ধের শান্তি 

পৃথিবীর  আয়ুর সমান হোক ভালোবাসার আয়ু

ভালোবাসা মানে একটাই চাওয়া

সুখে থাক সুখে থাকুক  সে 

সুখে থাক সুখে থাক, এপাড় ওপাড় সব সময় সুখে থাকুক সে। ....

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...