Monday, July 3, 2023

আমার গোপন পাপ

চলন্তিকাকে খুঁজি, রোজ নিজের ভিতরে
সুনীলের নীরায়,জীবনানন্দের কবিতায়
রবিঠাকুরের গানে, গনেশপাইনের আঁকায়,
বৃষ্টি হলে, বৃষ্টি না হলে
গ্রীষ্মের চামড়া পোড়া দুপুরে আমি চলন্তিকাকে খুঁজি। 
.
প্রত্যেক গভীর সন্ধ্যেবেলা নিজেকে কুড়োতে থাকি ফুল ভেবে
বৃক্ষের তলায় চলন্তিকার আশ্রয়ে,
জানি এ পৃথিবীতে বিরহের কবিতা জনপ্রিয়
মৃত্যুর কবিতা আরও বেশি আদরের,
তাই ইদানীং আমার মনে হয় চলন্তিকাকে না খুঁজে পাওয়ায় ভালো। 
.
রমণীর শরীরের ভাঁজগুলো বহুদিন চিনেছি আমি
দেখেছি গর্ভের সন্তানের সাথে উৎফুল্ল রমণীর ছবি
বিবাহ অনুষ্ঠানে শুকিয়ে যেতে দেখেছি প্রেম
অথচ কোন কবিতা সম্মেলনে এ সব কথা বলিনি । 
জানতে চাই নি  চলন্তিকাকে বহুদিন, ভালোবাসার মানে 
বরং চলন্তিকাকে মিশিয়ে রেখেছি আমার নিজের  ভিতর
নিজের শবদাহের আগুনে চলন্তিকাকে অমর করতে চেয়ে 
কবিতা লিখেছি
লিখেছি আমার গোপন পাপ। 
.
তবুও চলন্তিকাকে খুঁজি, রোজ নিজের ভিতরে
রোজ নিজের মৃতদেহ থেকে শতহস্ত দূরে
কবিতায়, কবিতার শব্দে আমি চলন্তিকে খুঁজি
এও জানি চলন্তিকাকে পাওয়া আর সম্ভব নয়।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...