Saturday, July 8, 2023

নৈরাজ্য

 ক্লান্ত হেরে যাওয়া অবসন্ন এক জীবন বোধ

জেরুজালেমের দরজায় ধাক্কা খেয়ে পরে একবিংশ শতাব্দী
সময়ের দশকে ওলট-পালট বিশ্ব মানচিত্রে
রামসিসের বুকের ভেতর তোমার আবক্ষ গলিত মোমের মূর্তি,
প্লেটোর চোখে কালো চশমা পরিয়ে
বিশ্ব নৈরাজ্য-গ্রেট আলেকজান্ডার হয়ে ওঠার স্ক্রিপ্টে
অতি অষ্টম আশ্চর্য আমি
কবি ,প্রেমিক এবং একজন খুনি। ।
.
নৈরাজ্য
ঋষি

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...