Saturday, July 8, 2023

নৈরাজ্য

 ক্লান্ত হেরে যাওয়া অবসন্ন এক জীবন বোধ

জেরুজালেমের দরজায় ধাক্কা খেয়ে পরে একবিংশ শতাব্দী
সময়ের দশকে ওলট-পালট বিশ্ব মানচিত্রে
রামসিসের বুকের ভেতর তোমার আবক্ষ গলিত মোমের মূর্তি,
প্লেটোর চোখে কালো চশমা পরিয়ে
বিশ্ব নৈরাজ্য-গ্রেট আলেকজান্ডার হয়ে ওঠার স্ক্রিপ্টে
অতি অষ্টম আশ্চর্য আমি
কবি ,প্রেমিক এবং একজন খুনি। ।
.
নৈরাজ্য
ঋষি

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...