Thursday, March 13, 2025

লড়াই করি এসো

এখন কবিতা থাক একপাশে শুধু সত্যি লিখি এসো
এখন জল মাপি,নাব্যতা মাপি, সময় মাপি এসো 
এখন স্বপ্ন নয়,ছন্দ নয় শুধু প্রতিবাদ করি এসো
এখন কবিতায় আর প্রেম নেই তাই আগুন লিখি এসো 
এখন ভুল মাপি অন্যায়ের, সহ্যের মাশুল গুনি এসো
এখন কবিতা নয়,জীবন নয়,রাস্তায় দাঁড়াই এসো
এখন রাত জাগা বিচারের অপেক্ষা করি এসো।
.
একজন নারীর জন্যই এই জন্ম 
একজন নারীর জন্যই এই স্বপ্ন 
একজন নারীর জন্যই এই সংসার
একজন নারীর জন্যই এই লড়াই
একজন নারীর জন্যই এই সৃষ্টি 
একজন নারীর জন্যই এই প্রলয় 
একজন নারীর জন্যই দেবীপুজো।
.
সুতরাং এখন প্রতিবাদের মাটিতে দেবী গড়ি এসো
সুতরাং এখন মাথা নীচু করা ভুলগুলি বদলে ফেলি এসো
সুতরাং এখন কবিতা,কন্ঠে,রঙের তুলিতে প্রতিবাদ করি এসো
সুতরাং এখন সুখের ফিনিক্স উড়িয়ে দিয়ে আগুনে ঝাঁপাই এসো
সুতরাং এখন উৎসবকে থমকে আমরা রাস্তায় হাঁটি এসো
সুতরাং এখন ন্যাংটা রাজ্যে সেই ন্যাংটা নারীর পুতুল পোড়াই এসো
সুতরাং এখন তিলোত্তমার বিচার চেয়ে প্রদীপ জ্বালি এসো
সুতরাং এখন চটি চেনা মুখগুলোকে ব্রাত্য করি এসো
.
সুতরাং, সুতরাং, সুতরাং......  দমবন্ধ এ শহরে
তিলোত্তমার বিচার চাই
তাই আপোষহীন লড়াই করি এসো।
.
লড়াই করি এসো
... ঋষি 

.


No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...