Sunday, March 23, 2025

জানি,সব জেনে ফেলেছি

জীবনের লুকনো অর্থ কি? 
জানি,জেনে ফেলেছি বেমালুম সবকিছু
হাফ প্যান্ট,বাবার সাইকেলের ব্যাকসিট, 
খেলার বন্ধুরা, কাদা মাঠে ফুটবল, আমতলা
প্রথম ক্রাশের বেনুনী,মুখটিপে হাসি, প্রথমবার কবিতা ডায়েরিতে চিপকানো কাগজ কুড়োনো টেন্ডুলকার
কালি ফুরোনো পেনের রিফিল, কাগজের ক্রাফট 
স্বপ্ন দেখতে দেখতে স্ট্যালন,মাইকেল আঞ্জেলো আমার ফেলে আসা হৈচৈ, হাসিঠাট্টা, আনন্দ, অভিযোগ, রাগ, অভিমান আর স্বপ্নের কোলকাতা আমি শহরটাকে ভুল বুঝেও সত্যি বুঝে ফেলি । 
.
অসময়ের বৃষ্টি, ধুলো ঝড় আসে
কেমন সোঁদা গন্ধ পুরোনো কবিতার বইয়ের পাতায়  বৃষ্টি শেষে শহর গড়ানো দিন ভীষন আদুরে,
হুহু হাওয়ায় ভাসে ভেতর ঘর বারান্দা জানলার পর্দা
যেন একটুকরো অ্যাডোলেসেন্স 
পার করে ফেলেছি
সব জেনেছি, জেনে ফেলেছি সত্যি। 
এখন ঘরের দরজা খুলি,দরজার বাইরে ভিতরে আমি
ভীষণ অচেনা 
কবিতার পাতা থেকে উঠে আসা অনুভূতিরা স্বপ্ন
কচি কলাপাতার উপর জলের বিন্দু গড়িয়ে চলে
আমি সত্যি স্পর্শ করি, তবু মিথ্যেই বলি 
ভালো আছি, ভীষণ ভালো
কাউকে বলি না জানি, সব জেনে ফেলেছি। 
.
জানি,সব জেনে ফেলেছি
... ঋষি 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...