বাইরে দাঁড়িয়ে দেখি তুমুল যুদ্ধ
ঘরের দরজা খুলি ,নিজেই বন্ধ করি
মনের আকাশ থেকে প্রজাপতি হয়ে স্বপ্ন ধরি
আবার নিজেই ভাঙি ,
এ এক আকুল কল্পনায় ঘরের পর ঘর ,বাঁশির শব্দ
রোদ্রে পুড়ি।
.
অজুহাত একটা থাকে
জড়িয়ে ধরা ,কাছে আসা সমুদ্রের নোনা জল
কাঁচ ভাঙার দৃষ্টান্তে অদ্ভুত মিল
হিসেব মেলে আবার মেলে না খানিক্ষন,
তবু ক্লান্ত আকাশে প্রজাপতি ঘোর ছাড়ে না
শহর এখানে মিথ্যে উপন্যাসের শুকনো পাতা।
.
আমি সম্পর্ক থেকে সবুজ উপত্যাকার উঁচু টিলার উপর দাঁড়িয়ে দেখি
অদ্ভুত এক শিহরণ বয়ে যায় মানুষ থেকে কাছের মানুষের দূরত্বে
চুইংগাম চিবিয়ে বুঝতে পারি চর্বিত চর্বণ,
মিথ্যা বিলাসের উপর দাঁড়িয়ে আমরা সকলেই ভন্ড সন্ন্যাসী
কথা বলার লোক নেই
কাছে যাওয়ার লোক নেই
ভালো থাকার লোক নেই।
সম্পর্ক এক অদৃশ্য উপত্যকা সবুজ হতে চায়
কিন্তু বারংবার ফিরে আসে সিরাজ আর মীরজাফর
হতে চায় কাঁচের উপর থেকে গড়িয়ে নামা জলের বিন্দু
কিন্তু শুকিয়ে যায়
শুধু জলের দাগটুকু মনে করায় সম্পর্কে আছি।
.
সম্পর্ক(২)
.... ঋষি
No comments:
Post a Comment