সবশেষে এক ব্যস্ত শহর, চেনা রাত্রি,আর আলাপন
শহরের আলোগুলো অবাধ্য এই সময়
সবটাই সময়,
গৃহস্থের ঘরে হাঁড়ি কড়াই, বসত বাড়ির শব্দ
মানুষের উতলা উঠোনে আগামীরা অদৃশ্য,
আদ্যোপান্ত শহুরে সাহসিনী চাঁদ আজ বড্ড সাধারণ
ফিসফিসিয়ে গল্প বলছে অবাধ্য শহুরে ল্যাম্পপোস্ট।
.
আমার যখন মনখারাপ হয় তখন বাগানবিলাস
তোমার যখন মনখারাপ হয় তখন হৃদয়ের কাঁধ
কিন্তু আমাদের মনখারাপ নিয়ে বসন্ত গল্প লেখে না
কারণ হৃদয়ের থেকে তোমার দূরত্ব
সময়ের থেকে হৃদয়ের দূরত্ব
কোথাও গিয়ে মাঝামাঝি একলা আমাদের দূরত্ব
আকাশের চাঁদের মুখ দেখে কিন্তু সুখ থাকে না।
.
আমি তো একা হলাম, আমরা তো একা ছিলাম
এ আর নতুন কী?
রোজ কতজন একা হয়, একা থাকে,এ তো সাধারণ
শুধু সংখ্যাগুলো বাড়তে থাকে
ক্যালেন্ডারে থমকে দাঁড়ায় পুরনো কিছু মুহুর্ত।
জানতে ইচ্ছে করে মানুষ একা হলে কোথায় যায়?
জানতে ইচ্ছে করে ঈশ্বর একা হলে কি করেন?
আশ্চর্য হলো মানুষ তো জটিল ধাঁধা
কিন্তু ঈশ্বর সেও কি আদমের চোখে পৃথিবী দেখেন
নিয়মিত লুপে "বেলা বোস" অথবা " ক্লিওপেট্রা "।
রাতগুলো এত দীর্ঘ তা তো আগেই জানা ছিল
তবু প্লেলিস্ট বদলে "সর্বনাশ" থেকে "ইলুউশন"
জানি কঠিম মাত্রায় আটকে এ শহরের ঘুম
আর কিছুক্ষন এবার অবাধ্য আলোগুলো নিভবে
জানি তো
জীবনে অবাধ্যতার শাস্তি সে যে বড় নিরুপায়।
.
একলা শহর
... ঋষি
No comments:
Post a Comment