Monday, March 17, 2025

কঙ্কাল

কাকে বলে কঙ্কাল?
কাকে বলে কবিতা?
কাকে বলে এই বসন্ত কিংবা শ্রাবণ? Pp
কতটা ঢেঁকুর তোলার পর পেট ভরে মানুষের?
কতটা রক্তে ভিজলে শব্দরা কঠিন হয়ে ওঠে? 
কে দেবে উত্তর, ঈশ্বর, নশ্বর না সময়? 
.
মাঝে মাঝে ভাবি কেন লিখছি তোমায়?
কেন লিখবো কবিতা? 
মাঝে মাঝে ভাবি কী দিয়ে লিখবো তোমাকে
কী দিয়ে মুছবো সময়ের বদ রোগ, ধুলো, রক্ত? 
সময় নামক আপদের সাথে সংগ্রামে আমরা নিধিরাম
আর সত্যযুগ পারম্পরিক বলতে শেখায় হে রাম। 
.
এ সবকিছুই অতিলৌকিক মনে হতে পারে
মনে হতেই পারে বিস্ময়ের বালিয়াড়ি হাতড়ে 
সময় যেন প্রজাপতি,
আর আমরা প্রজাপতির ডানায় বিস্মিত সম্বল। 
তবুও ধর্ষন বাড়ে, বাড়ে কবিতার বিরহ, বাড়ে মৃত্যুযোগ
তবুও চলন্তিকা দেখে অজানা বাঁচার স্বপ্ন
তবুও  মানুষের জীবন নিয়ে মানুষ গল্প লেখে
তবুও ঈশ্বর, নশ্বর না সময় সকলেই বৃত্তে বারংবার। 
এরপরও মানুষ কি সহজ জীবন পড়তে চায়
এরপরও মানুষ ভালোর মুখোশে বাঁচতে চায়
আসলে সময় সেভাবে তো দূরত্ব বা  বিয়োগ টানে না
শুধু গভীর চোখ, ভেজা পথ,
শুধুই স্মৃতি ছিঁড়ে বেরিয়ে আসা অন্ধকারের ভয়
পথ হারায়
আর সময়ের কঙ্কালরা কবিতা হয়ে যায়।
.
কঙ্কাল
... ঋষি 

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...