চোখ ভিজিয়ে তাকিয়ে দেখি অন্ধকার খোলা বারান্দা
বেমালুম খোলামেলা ড্রয়িংরুম, ডট পেন,গীতবিতান
দেওয়ালে দুটো টিকটিকি অনবরত চলমান,
আজ চৈত্রের বারো
সালটা না হয় বদলাবে শহরের প্রতিদিনের কবিতায়
কিন্তু দিন বদলাবে না
রাত আসবে অথচ ঘুম আসবে না।
.
ক্রমশ সময়ের বয়সে হিজিবিজি ন্যারেশন
ভয়েজ ম্যাসেজে ক্রমাগত বাড়তে থাকা বার্ধক্য
চোখের চশমায় তখন আলতামিরার গুহা
আদিমানব দৌড়চ্ছে,দৌড়চ্ছে শতাব্দী ক্রমশ স্পেসে
হাইফেন, দাড়ি, কমা ক্রমশ লুপ্তপ্রায় বাইসন,
বদলাচ্ছে তো বাঁচার মানে, একার মানে রোজদিন
অথচ দিন ফুরোচ্ছে কিন্তু রাত্রি ফুরোয় না।
.
তারপর ভালোবাসি বাড়তে থাকে
আমাদের প্রথম সবকিছু ফুরিয়ে গেছে সময়ের আগে
আমাদের স্কুলের টিফিন বক্সে সেই চৈত্রের রৌদ্র
এখন এক দহন আমাদের তাড়া করছে
সব ফুরিয়ে এক মিথ্যে ছবিতে ক্লাইম্যাক্সে রাত্রি
ঘুমহীন,স্বপ্নহীন, অর্থহীন বিশ্লেষণ ।
সময়ের বাসনকোসনে ইদানীং মুখ ভ্যাংচানো হাসি
নিয়মিত অকপটে মেনে চলা বাঁচার মত কিছু
শব্দদের সশব্দে ধাক্কা ক্রমাগত কবিতা
আসলে এখনও বুঝি নি
জীবন মায়া না তাগিদ
শুধু নেগেটিভ কমেন্টসে প্রতিদিন বাড়ন্ত আপনজন
আর এই নির্লজ্জ রাত্রি
ঘুম আসে না।
.
আপনজন
... ঋষি
No comments:
Post a Comment