Friday, June 17, 2016

বাঁচার কবিতা

বাঁচার কবিতা
.................... ঋষি
============================================
অমর করে রাখা ফোটোফ্রেমগুলো
এক কোনে চুপিচুপি কোনো বৃষ্টি ভেজা বেলা।
উত্তরণ চাইছে সময়
উত্তরিত অনআভরণ কোনো মুহূর্তের স্পর্শরা যন্ত্রণার অপেক্ষায়
উত্তরণ চাইছে হৃদয়
আকাশের নীলে কোনো গভীর ভাবনায় বৃষ্টি ভেজা বেলা

অচেনা কালগুলো
কেমন যেন বুকের তারে ঝংকার তোলে।
পুরোনো গিটারের হাতে আজকাল সুর আসে আবার চলে যায়
হৃদয়ের পাশে পাশে।
তারপর সেই তুমুল বৃষ্টি
আমি বৃষ্টি ভেজা কাক শহরের রাজপথে।
চেনা আহ্বান,চেনা সুর সবটাই ভীষণ চেনা তবু অচেনা এই শহরে
আমি কোনো রাতজাগা পাখি।
আকাশ খুঁজতে থাকি
ভাবনারা পিছোতে পিছোতে তোর দরজায়।

অমর করে রাখা ফোটোফ্রেমগুলো
নিজস্ব ভঙ্গিমায় আকাশের গায়ে লিখতে থাকে কবিতা।
উত্তরণ চাইছে সময়
সমসাময়িক বেঁচে ফেরা আমার হাজারো কবিতার পাতা।
উত্তরণ চাইছে হৃদয়
কোনো স্পন্দনের ডুগডুগি শব্দটা আমার বাঁচার কবিতা। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...