Thursday, June 23, 2016

আলোর খোঁজ

আলোর খোঁজ
............. ঋষি
===========================================
তোকে নিয়ে যদি কবিতা লিখি
তবে সেটা আমাদের প্রাক্তন যদি নিয়মিত হয়।
ডারউইন সাহেবের উইল ঘেটে
আমাদের প্রাপ্তির ভাগে শুধু বাদর থেকে মানুষ।
কিন্তু ভাব তো
যদি আমরা মানুষ থেকে এগিয়ে মানবিক হয়ে যায়।

একটা স্বার্থ ছাড়া অগ্রসর
কোনো প্রসেসনে বিজয় মিছিল নয় মানুষের জয় লেখা হয়।
যেখানে প্রতিবাদ কোনো সমঝোতা নয়
শিরদাঁড়া বেয়ে লেখা যায়।
যদি পাখিরা নিঃসঙ্গ আকাশে একলা গান গায়
যদি জীবনে একলা হাঁটা পথে ফুলের না হোক ,জীবিত বৃষ্টি হয়।
ফুলের মতো কিছু জীবন
আরো ফুল ফুটুক মানুষের মনে।
আমি এমন লিখতে পারি নি সুভাষ বাবুর মতো
শুধু লিখতে চেয়েছি মানবিকতার কবিতা।

তোকে নিয়ে যদি কবিতা লিখি
তবে সেটা আমাদের প্রাক্তন কোনো আলোর পৃথিবী হবে।
এডিসন সাহেবের আলোর পৃথিবীতে
আমাদের প্রাপ্তি নকল কোনো আলোর খোঁজে।
কিন্তু ভাব তো
যদি মানুষ নিজের ভিতর নিজেদের আলো জ্বেলে দেয়।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...