Friday, June 24, 2016

ভাল্লাগে না

ভাল্লাগে না
............... ঋষি
========================================================
একই অসুখ আমাদের
ধুস " ভাল্লাগে না " বিরক্তিকর একটা অসুস্থতা।
তোমার অসুখ আমাকে ছাড়িয়ে
কখন যেন উপন্যাসের মতো ছড়িয়ে পড়ছে শাখাপ্রশাখাতে।
কিংবা আমার অসুখ তোমাকে ছুঁয়ে
কখন যেন শহরের রাস্তায় পাগলের মতো উদ্দশ্যহীন ঘুরছে।

কি করবে মশাই ?
বড়ই অসুখ করেছে আমাদের।
যতই ওষুধ  লাগাও  ,,,জড়িবুটি,,,শান্তিজল,,, কিংবা আলাপন
হাজার হাওয়া বদলের পরেও  তুমি ঠিক তুমি ,
আর আমি ঠিক অমিতে দাঁড়িয়ে পাগলের মতো চেয়ে থাকি একে ওপরের দিকে।
এই ওষুধের প্রতিষেধক কিংবা শান্তি
ধুস ভীষণ অশান্তি।
প্রতিবাদ সম্ভাবনায় জড়িয়ে থাকা মুহূর্তদের আকর্ষণে
তুমি ,আমি খোলা আকাশের পাখি।

বড্ড অসুখ করেছে আমাদের
ধুস " ভাল্লাগে না "  বারংবার বলতে ইচ্ছে হয়।
কাজের সাথে কাজ লাগিয়ে ব্যস্ত থাকার ভাবনায় পুরোটাই গ্যামাক্সিন
না সারছে না কিছুতেই রোগটা।
আবার একটা রাস্তা দরকার একসাথে পথ চলা সম্ভাবনাদের
একটা গোটা শহর যেটা আমাদের। 

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...