Saturday, June 4, 2016

পাহাড়ি নদী

পাহাড়ি নদী
.............. ঋষি
================================================
প্রতিবার সহবাসের পর তুমি আমার বুকের মুখ ঘষো
কোনো পাহাড়ি ফুলের সুগন্ধে তোমাকে বড় পরিনত লাগে।
তারপর আমার চিবুক বেয়ে তোমার ঠোঁটে স্পর্শ
কোনো কবিতার মত ঝরনা।
আমাকে ছুঁয়ে কেন পাগল করে বারংবার
তারপর আমি আঁকড়ে ধরি তোমায়।

নিজস্ব ভূমিকায়
কোনো অর্বাচীন প্রেমিকের মত আমি চেয়ে থাকি মাতাল সুবাসে।
তুমি আমাকে বুকে টানো বারংবার
মিশিয়ে নিতে চাও বুকে।
আর আমি হারিয়ে যায় কবিতায়, শুধু তোমার
তোমার প্রেমে বারংবার পথভুল করি।
যে পাহাড়ি নদীকে আমি ঝরনা বলে ডাকি
তুমি তাকে শরীর বলো।
অদ্ভূত এক নেশাতুর আমি ,আমার কবিতায়
তুমি বয়ে চলা বন্য নদী।

প্রতিবার সহবাসের পরে তুমি আমার ঠোঁটে ঠোঁট ঘষো
আমি আকাশের দিকে তাকাই।
সারা আকাশ জুড়ে আদিম কোনো ইচ্ছারা মিটিমিটি চেয়ে
তুমি বল তুই পাগল কবি।
আর আমি লিখতে থাকি না ফুরোনো কবিতা বারংবার
বারবার তোমার প্রেমে।

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...