Wednesday, June 22, 2016

এই যে শুনছেন

এই যে শুনছেন
........... ঋষি
==================================================
এই যে শুনছেন মশাই
তেল ফুরিয়ে গেছে এখন হাতে শুধু হ্যারিকেন।
পৈতে পুড়ে গেছে
এখন ধর্মের দড়িটা শুধু সস্তা পাজামার দড়ি।
প্লিস শুনছেন
যান বলবো না পাজামা খুলে এখন শুধু বাড়ি ফেরার তাড়া।

সপ্তাহে কদিন
সামাজিক ভিতের উপর দাঁড়িয়ে চা ,মুড়ি আর কয়েকশো পাওয়ারের চশমা।
গিগাহার্জে পৃথিবী লটকে পথ হাঁটি
বুঝলেন মশাই।
পায়ের তলায় চটির বদলে অনেকটা অজানা মাটি
হাঁটছি আর হাঁটছি আর ভাবছি আগামীর কতটা বোঝাপড়া।
বাড়িতে গিন্নি আছেন বুঝলেন
সকালে ব্যাগের মাছে বিড়ালের ইচ্ছে থাকে।
কিন্তু মশাই
পকেট যে গড়ের মাঠ।

এই যে শুনছেন মশাই
ইচ্ছেদের গলায় দড়ি দিয়ে বাসের জন্য দাঁড়িয়ে।
সামনে দিয়ে এসি ক্যাবের ভিতর পূর্ণাঙ্গ কপোতকপোতির দৃশ্য
যা চলে গেল।
এই যে  শুনছেন
তখন থেকে টিকিট চাইছি ,কানে কি ..........?

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...