Saturday, June 11, 2016

ছেঁড়া ঘুড়ি

ছেঁড়া ঘুড়ি
................... ঋষি
=============================================
দাঁড়ালে আর দুহাত ছড়িয়ে আকাশের দিকে
সমস্ত ভৌগলিক দূরত্বের ফাঁকে একটা ফাঁকা অনুভব।
আমরা মাটি বাঁধতে চাই
আমরা ঘর বাঁধতে চাই।
বুকের উপর পাঁচিল দিয়ে দেশ বানাই
আবার ছুড়ি দিয়ে পিত্জার টুকরো।

দাঁড়াবার মাটি
তারপর নিজের করে বানানো তাসের ঘর।
যদি ঝড় ওঠে ভাঙ্গতে থাকে গাছের উপর পাখির বাসা
যদি বৃষ্টি নামে ভিজতে থাকা লজ্জা অস্তিত্ব।
এই সব কাহাতক মুরগি কাঁটা  আঁশটে গন্ধ
আমরা দাঁড়াবার মাটি চাই।
আমরা তো দুহাত তুলে নীলের খোঁজে আকাশের অধিকার চাই
তবে কেন এত দুর্বলতা।
কেন এত বস্তাপচা প্রাচীন সভ্যতার ভিত
যেখান মানুষ মানুষের দাস
আর কখনো বা সময়ের।

দাঁড়ালে আর দুহাত ছড়িয়ে আকাশের দিকে
নিজেকে বড় এলোমেলো আর একলা সন্ধান মনে হয়।
জানি ঘরের ভিতর আকাশ বাঁধা থাকে
জানি ভয়ের ভিতর মানুষ বাঁধা।
তবু একটা যন্ত্রণা টুকরো টুকরো অস্তিত্বের ক্রমশ শেষ পর্যায়
বিকেলে আকাশে আটকানো ছেঁড়া ঘুড়ি। 

No comments:

Post a Comment

নষ্ট সংসার

একড়া জীবন বোধের উপর দুদন্ড দাঁড়াই অদ্ভুত প্রত্যাশা,চুপ করে থাকি সম্পর্কের মিথ্যা লেখা বইগুলোর উপর সহজপাঠ অ, আ,ই,ঈ বর্ণগুলো সব ছটফট করে, কবিত...