Monday, February 13, 2017

নেশাতুর

নেশাতুর
........... ঋষি
===============================================
কোনো এক বিগত ফেলে আসা বেলা
সময়টা স্বাবাভিক কোনো মনে খাদে একলা দাঁড়িয়ে দেখা।
ঠোঁটে ওয়ানের পেগে লেগে যাওয়া চোখ
আকণ্ঠ পর্বতমালায় মন মিলান্তি কোনো ডাহুকের শব্দ।
নদীর ছলাৎ ছলাৎ ঢেউ
তারপর কোনো সঙ্গম সবুজ  আবৃত্ত উপত্যকার প্রেমে।

একের পর এক ঢেউ
অনবতর বিস্মিত চাহুনিতে কোনো এক স্বপ্ন মেঘ ভেঙে এগিয়ে এলো তুফান।
অন্ধকার আকাশ চিরে শুধু শীৎকার
আজ পৃথিবী ভাসবে পাগল কোনো উত্তালতায়।
উষ্ণতা বুঝি এমন হয় চলন্তিকা ?
বুকের হাঁপরে তখন অনবরত ট্রেনের আসাযাওয়া।
অসংখ্য নাম না জানা স্টেশন পেরিয়ে ,অজস্র মানুষের মুখ
তারপর প্রেয়সীর।
একলা দাঁড়ানো নাম না জানা স্টেশনের যাত্রী
নিয়মিত সঙ্গম স্বপ্নের মোড়কে।

কোনো বিগত ফেলে আসা বেলা
চোখে শ্রান্তিতে ভিজে যাওয়া পিচ রাস্তার রুক্ষতা।
তবু ক্লান্তি নেই
নিয়মিত সফরে রূপকথার আদলে কোনো আশ্রয়ে খোঁজ।
বুকের পারদ বাড়ছে
আর উষ্ণতায় ক্রমশ নেশাতুর জ্বর।

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...