Sunday, February 5, 2017

অনেকটা কাছে

অনেকটা কাছে
.............. ঋষি
=====================================================
তোমাকে লুকিয়ে দেখাটা একটা অভ্যেস হয়ে গেছে
চলন্তিকা তোমাকে ভাবাটা আমার বেঁচে থাকা।
পথচলতি উঠে পরা লোকাল বাসে
ইতিউতি শহরের বুকে কদম কদম ব্যস্ততায় সেটা রীতি।
তোমার সাথে বাঁচাতে আমার কবিতা
একটা জীবিত যন্ত্রনা যখন তুমি হয়ে যাও।

একবার না ,দুবার না ,হাজারো লক্ষবার শহরের পথ চলতি আদলে হাজারো তুমি
চলন্তিকা তুমি সকাল হতে পারো।
হতে পারো আমার চায়ের  কাপে প্রথম চুমুকের মতো উজ্বল
কিংবা ধরো তুমি বিকেলের সেই সূর্যের মতো হারিয়ে যাওয়া ।
হারিয়ে তো যাও তুমি বারংবার
কাছে এসে ,আরো কাছে তারপর হঠাৎ অন্ধকার।
এটাই তো রীতি ,এটাই নিয়ম
নিয়ম বদ্ধ সভ্যতার কাছে মানুষ আজ নিজের কাছেই পরিচয়হীন।
নিজের আইডেন্টিটি যদি আঁধারে থাকে
তবে আলো কোনটা আর কোনটাই বা বেঁচে থাকা।

তোমাকে লুকিয়ে দেখাটা আমার অভ্যাসের মতন প্রিয়
তোমাকে ভেবে কবিতার পাতায় প্রতি আঁচড়ে রক্তক্ষরণ সেটাই তো অধিকার।
বাকিটুকু বাকি থাকে
এই পরিচয়ের আঁধারে কিছুটা আলো যদি সকালের হয়।
তবে সূর্য ওঠার প্রতীক্ষা ,সেটা সংশয়
চলন্তিকা এই সভ্যতায় আমারও ভালোবাসার অধিকার আছে।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...