Sunday, February 26, 2017

প্রাগৈতিহাসিক ফসিল

প্রাগৈতিহাসিক ফসিল
........ ঋষি
==============================================
একটা আয়না দরকার ছিল
নিজেকে আবিষ্কার করার পর নিজেকে দেখার।
ফসিলের প্রাগৈতিহাসিক মর্মটা একটু অনুধাবন করে
চলন্তিকা তোমার সাথে লেপ্টে থাকার ছিল মাটিতে পা রেখে।
নিজেকে কতটা নামানো যায় সেটা মানুষ বলে জীবটাকে  দেখলে বুঝি
মানুষ নাকি বদলাতে বদলাতে শালা প্রাগৈতিহাসিক হয়ে গেলো।

ফিরে আসা
ঘড়ির কাঁটারা তখন উল্ঢো দিকে হাঁটে ।
সময়ের এই বিলাসে নিজেকে খুব যত্ন করে পারফিউম লাগানো শরীর মনে হয়
শালা যেন জোকার।
হাসছে সময় ,হাসছি আমি ,হাসছে ঘড়ির কাঁটা
টিকটিক শব্দটা ঠিক করে বোঝার চেষ্টা করলে ,
আজকাল নিজেকে বড়ো  নষ্ট মনে হয়।
কিভারে মানুষ  ফিরে আসে সন্তর্পন কুয়াশার আস্তরন ফুঁড়ে
 ছোটছোট অনুষঙ্গ নিয়ে, কাতর সম্তাপে  সন্ধ্যা ও সকালগুলি নিয়ে
স্মৃতিময় ।

একটা আয়না দরকার ছিল
আয়নার আয়তকার  অবয়বটাকে ভীষণ অচেনা লাগে।
মধ্যবয়স্ক এক ভদ্রলোক কিভাবে যেন একটা শিশু হয়ে যায়
আদম এক নিষ্পাপ চেতনার  সিম্বল।
তারপরই বদলে গিয়ে জোকারটা অট্টহাস্য করে বলে
ইশ শালা প্রাগৈতিহাসিক ফসিল। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...