Sunday, February 19, 2017

নেশা চলন্তিকা

নেশা চলন্তিকা
.............. ঋষি
========================================
মরফিনে  আর নেশা নেই
নেশা নেই দু এক পেগে লেগে থাকা সিঁথিলতায়।
জীবন চলেছে যেন কোনো কাব্য
আমার জীবনের নেশা।
আর নেশা চলন্তিকা
তোকে ভালোবাসা আরো কাছে আসার।

এইভাবে নীলচে আলো মোড়া  কল্পনার অবচেতন
বেশ  ভালো লাগে শহরটাকে  হাতের মুঠোয় করতে।
ভালো লাগে নিভতে থাকা সন্ধ্যের শহরের দিকে তাকিয়ে
পরের দিনটাকে স্বপ্নে ভাবতে।
ভাবতে ইচ্ছে করে কোনো দূর অলিন্দের শব্দে ভেজানো আলোর দরজা
ক্রমশ খুলছে।
খুলে পড়ছে মানুষে একের পর এক নষ্ট আবরণ
চলন্তিকা জানো  তখন আমার হাসতে  ইচ্ছে করে।
হাসতে  ইচ্ছে করে এই সমাজটার প্রতি
কূপমণ্ডুক আইডলে সাজানো নষ্টনীড়।

মরফিন আর নেশা নেই
নেশা নেই চুঁয়ে নামা ওল্ড মঙ্কের আদিম দ্রাব্যতায়।
জীবন চলছে ঈশ্বর সৃষ্ট কাব্য
যেন নিজের হাতে সাজানো কোনো ইন্দ্রের বাগান।
আর নেশা চলন্তিকা
তোমর চোখে আরো গভীরে কোনো পাওয়াতে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...