নপুংসক
.............ঋষি
==============================================
নিজেকে মানাতে মানাতে
ভুলে গেছে মানুষ সময়ের চুলছেঁড়া নিয়মকানুন।
এই কবিতা মোটেও সামাজিক নয়
কারণ আগুন কখনো সামাজিম হয় নি আজ পর্যন্ত।
প্রতিবাদ বিকলাঙ্গ সমাজের মাছ না ধরা ছিপ
অথচ স্বপ্ন ছিপের ডগায় মনুষত্ব।
নিচে নামছে ক্রমশ
মানুষের চোখে আতসকাঁচে আনন্দ হরলিক্সের বিজ্ঞাপনে।
টলার,শার্পার আর কি বেশ
সব অসংখ্য বুজরুকি মাখা দেশের পিতাদের বীর্যের উসুল।
মানুষ বাড়ছে
অথচ কিছুতেই বোঝে না মানুষ তারা মরছে প্রতিদিন।
হাড় কাটা গলি আর মনুষত্বের নিলামে
বাজি রাখছে দেশ ,আগামী সকল সন্তান নপুংসক সব।
শহর পেরিয়ে গ্রাম ,গ্রাম পেরিয়ে অভয়রণ্যে
মোটা সড়ক ,মোটা মানুষ ,আর মোটা প্রফিট হবে।
তারপর দুই গোলার্ধে বরফ গলবে
সভ্যতা আরো নিচে মাটির মানুষ।
নিজেকে মানাতে মানাতে
মানুষ ভুলছে ছিঁড়তে না পারলে মরতে হয়।
এই কবিতা কোনো সভ্যতার দালালের নয়
আগামী কোনো সন্তানের মুখে আগুন।
প্রতিবাদ যদি রক্তে আগুন না ধরায়
তবে মানুষ বদলাবে কি করে ,,,, আর সময়।
.............ঋষি
==============================================
নিজেকে মানাতে মানাতে
ভুলে গেছে মানুষ সময়ের চুলছেঁড়া নিয়মকানুন।
এই কবিতা মোটেও সামাজিক নয়
কারণ আগুন কখনো সামাজিম হয় নি আজ পর্যন্ত।
প্রতিবাদ বিকলাঙ্গ সমাজের মাছ না ধরা ছিপ
অথচ স্বপ্ন ছিপের ডগায় মনুষত্ব।
নিচে নামছে ক্রমশ
মানুষের চোখে আতসকাঁচে আনন্দ হরলিক্সের বিজ্ঞাপনে।
টলার,শার্পার আর কি বেশ
সব অসংখ্য বুজরুকি মাখা দেশের পিতাদের বীর্যের উসুল।
মানুষ বাড়ছে
অথচ কিছুতেই বোঝে না মানুষ তারা মরছে প্রতিদিন।
হাড় কাটা গলি আর মনুষত্বের নিলামে
বাজি রাখছে দেশ ,আগামী সকল সন্তান নপুংসক সব।
শহর পেরিয়ে গ্রাম ,গ্রাম পেরিয়ে অভয়রণ্যে
মোটা সড়ক ,মোটা মানুষ ,আর মোটা প্রফিট হবে।
তারপর দুই গোলার্ধে বরফ গলবে
সভ্যতা আরো নিচে মাটির মানুষ।
নিজেকে মানাতে মানাতে
মানুষ ভুলছে ছিঁড়তে না পারলে মরতে হয়।
এই কবিতা কোনো সভ্যতার দালালের নয়
আগামী কোনো সন্তানের মুখে আগুন।
প্রতিবাদ যদি রক্তে আগুন না ধরায়
তবে মানুষ বদলাবে কি করে ,,,, আর সময়।
No comments:
Post a Comment