Sunday, December 24, 2017

দুটো সতেরো

দুটো সতেরো
........................ ঋষি
============================================================
হাজারো ব্যস্ততা ফাঁকে যদি মনে পরে তোমায়
তাকে স্পর্ধা দিও।
লুকোনো কবিতার খাতায় চেনা ফিগারে চলন্তিকা তোমাকে
আমাকে সময় দিও।
তোমায় করা শেষ ফোনকলটা দুটো সতেরোর পর থেকে একলা দাঁড়িয়ে
চিনতে পারছো তো?

চশমার কাঁচে চলন্তিকা সময় কেটে যায়
হয়তো শরীর বুড়িয়ে গিয়ে আরো পুরোনো আবর্জনা সাময়িক।
অথচ মনের জানলায় স্বপ্ন দেখে ভোর
কোনো অজানা সকালে তোমার ঘুম ভাঙা ঠোঁটে নীরব অধিকার।
তোমার জানলা দিয়ে পাহাড় দেখা যায়
আর আমার শহরের তাপমাত্রা বরাবর তোমার থেকে কম।
তবু তুমি ক্লান্ত মনে ভর করো আমাতে
আমি ঘুম ভেঙে স্বপ্নে দেখি তোমায় চেনা ফিগারে চলন্তিকা।
নিতান্ত নেশার মতো আমার এই কবিতা
এখন অপেক্ষায়।
তোমায় করা শেষ ফোনকলটা দুটো সতেরোর পর থেকে একলা দাঁড়িয়ে
গভীরতা খুঁজছে তোমার শরীরের গন্ধে।

হাজারো ব্যস্ততা ফাঁকে যদি মনে পরে তোমায়
আমাকে স্পর্শ দিও।
লুকোনো কবিতার খাতায় চেনা ফিগারে চলন্তিকা তোমাকে
আমাকে কবিতা দিও।
এখন ঘড়ির কাঁটা বিকেল পেরিয়ে প্রায় সন্ধ্যে
শুধু ফোনকলটা সেই দুটো সতেরোয় তোমাকে খুঁজছে।

No comments:

Post a Comment

কবি

কবিদের সত্যি কোন সময় হয় না কবিতার কবিদের নারী হয়, পাঠকপাঠিকা হয়, প্রেমিকা হয় কিন্তু নক্ষত্রের মতো কবিদের আকাশ জুড়ে শুধু দু:খ, আসলে কবিদের দু...