Sunday, December 17, 2017

নিরুত্তর

নিরুত্তর
.......... ঋষি
****************************************

অনন্ত শয্যা নিরুপম কখনো
জীবন নাকি পরে পাওয়া ভগ্নাংশ বাঁচা কথন।
আমি, তুমি শুধু স্বাভাবিক, নিরুত্তাপ অনন্ত অচলায়তনে।
মাটির তলায় চাপা পরা শোক অসংগত
অথছ সংগত স্বাভাবিক।

রেইনবো ফরেস্টে দুর্জয় স্বপ্ন  দেখা ভোর
কিংবা ঘুম খোলা চোখে এগিয়ে আসা ফরাসি চুইংগাম
সবটাই  নিরুত্তর।
মাটির তলায় শুয়ে থাকা  মন প্রশ্ন করে
রাতের প্রান্তিক শহরে কারা যেন রাতজাগা পাহারাদার?
কারা যেন আমাদের মতো  দেখতে লুকনো  দরজা।
দরজা খোলে
সামনে জেগে আছে ভোর রাতের শহরে।
নিরুত্তাপ রাতের পাহারাদার  শিস দিয়ে জানান দেয়
সাবধান মন এখনো যে  রাত বাকি।
সকালের ইচ্ছেরা গলা শুকিয়ে  ঘুমিয়ে পরে
স্বপ্ন দেখে রেইনবো  ফরেস্টে দুর্জয়  ভোরের।

নিত্য এই অনন্ত শয্যা
জীবন নাকি একলা বাঁচা লোককথা।
নিয়োজিত বাঁচা নিতিমাফিক উদযাপন রোজকার সকাল
ঘুম জাগা চোখ মরা স্বপ্ন।
মাটির তলায় চাপা পরা শোক সংগত
অথচ অসংগত বাঁচা।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...