Sunday, December 24, 2017

২৫ শে ডিসেম্বর

 ২৫ শে ডিসেম্বর
................. ঋষি
========================================================
হাজারো ব্যস্ততা ফাঁকে জমে থাকা স্পর্শ রেনু
একলা থাকা।
একলা রাস্তা মানে স্পিডোমিটারে বাড়তে থাকা গতি
অবসন্নতা ব্রেক ফেল।
ছোটবেলার লজেন্সের শিশিতে হাত ঢুকিয়ে উঠে আসা ডেও পিঁপড়ে
যন্ত্রনা একলা দুপুরে।

কলকাতা এসেছিলে
বাগুইহাটি ,ময়দান ,পার্কস্ট্রিট আজ লোকে লোকারণ্য।
তোমাকে খুঁজছে সময়
কেকের সুবাস, ফ্লুরিস, ককটেল, অলিপাব
এখন তোমার কাছে যাওয়া মানা।
আমি দূরে খুব
দুপুরের কাছে যাওয়া মানা গড়িয়ে নামা মুহূর্তরা বহুদূর।
হালকা কাজলের মতো কবিতার তুলিতে মনে মনে সাজাই
অচম্বিত তুমি তাকালে?
আমারই দিকে!
বাতাসের বাথটবে সদ্য স্নান সারা তোমার নাভির গন্ধ
ভেবো না আমি পাগল হচ্ছি। পাগল চিরকাল।

হাজারো ব্যস্ততা ফাঁকে জমে থাকা স্পর্শ রেনু
একলা থাকা।
মনে পরে আজ শহরের ক্লান্তিতে লুকোনো ২৫ শে ডিসেম্বর
বোধহয় একলা থাকা।
হিম হাওয়া, শুধু আমার এ  শরীর ছুঁয়ে তোমার নাভির উষ্ণতায়
বাড়তে থাকা স্পর্শ শহর। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...