Saturday, December 16, 2017

অন্য মানুষ

অন্য মানুষ
.................... ঋষি

=================================================

জীবন কোনো নিরুত্তর ইতিহাস
সাদা পাতায় পর পর লেখা অসংখ্য অজানা।
মানুষ শব্দটার সদুত্তরে অজানা আতঙ্ক
মানুষ নাকি মাটিতে পা রেখে চাঁদ ধরতে চায়।
চায় নিজের একলা বালিশে শুয়ে
সম্পর্ক নামে কোনো অজানা অস্ত্বিত্বের খোঁজ পেতে।

কোনো অরণ্যের সবুজে একলা দাঁড়ানো গাছটা
পাতায় পাতায় সম্পর্কের বাড়ানো ভিড়ে অসংখ্য তকমা।
মানুষ নাকি হৃদয়ে বাঁধ দিয়ে হৃদয় আগলাতে চায়
চায় নিজের অস্তিত্ব খুঁজতে হৃদয়ের ভাঁজে।
আমি আকাশ দেখেনি
দেখেছি সমুদ্রের সাদা সফেনে হারানো দিনলিপি।
বদলানো আয়নায় বারংবার খুঁজেছি নিজেকে
ভালোবাসা নাকি স্বাধীন পাখি।
কোনো গভীর অস্তিত্বের খোঁজে আমি প্রাগৈতিহাসিক ফসিল
হারানো চাঁদের লুকোনো দূরত্বের মতো খুব সাধারণ আমি।
কোনো জ্যোৎস্নায় অগোছালো ভিড়ে স্বপ্ন দেখি
অন্য মানুষের।

জীবন কোনো নিরুত্তর ইতিহাস
বদলানো ভাষা সাক্ষী মানুষের বদললের চাকার গতি।
মানুষ শব্দটার সদুত্তরে একটা ইন্সাইক্লোপিডিয়া
মানুষ নাকি মাটি লেপে ঘর বাড়াতে  থাকে।
দাবার সাদা কাটা ঘর ,চোখ বদল
মানুষও বদলাতে  থাকে। 

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...